Ajker Patrika

রাজবাড়ীর পদ্মার পাড়ে শত শত মানুষের ভিড়

প্রতিনিধি, রাজবাড়ী
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
রাজবাড়ীর পদ্মার পাড়ে শত শত মানুষের ভিড়

বর্ষায় উজান থেকে আসা ঢলে ফুলেফেঁপে উঠেছে পদ্মা। নদীর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে পদ্মার পাড়ে। মাঝনদীর জলরাশিতে খেলা করছে ছোট ছোট ঢেউ। এই পদ্মা নদী ঘিরেই রাজবাড়ীর মানুষের আবেগ, অনুরাগ, বিনোদন আর ভালোবাসার টান। এ জেলার মানুষের জন্য বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর পাড়ই বিনোদনের একমাত্র স্থান। ফলে ঈদের দিন থেকেই ভিড় লেগে ছিল সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, কয়েক শ মানুষের ভিড় রয়েছে। বন্ধু-বান্ধবের সঙ্গে ছবি তোলা ও নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ মানছেন না। কারও মুখে মাস্ক আছে, আবার কারও মুখে নেই।

করোনার ভয় উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও মানুষ তাঁদের প্রিয়জনদের নিয়ে একটু প্রশান্তির জন‍্য আসছে সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে। ভ্রমণপ্রেমী মানুষের জন্য বসানো হয়েছে ডিজিটাল নৌকা, নাগোর দোলা, চরকিসহ বিভিন্ন আনন্দদায়ক রাইটস। এ ছাড়া ফুচকা, চটপটিসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানও রয়েছে। স্বাস্থ‍্যবিধি না মেনে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বেড়াচ্ছেন তাঁরা। তবে এই সব কেন্দ্রে স্বাস্থ‍্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারি দেখা যায়নি।

ঘুরতে আসা আরাফাত হোসেন নামের একজন জানান, রাজবাড়ীতে বিনোদনের তেমন কোনো স্থান না থাকায় গোদার বাজার ও উড়াকান্দার নদীর পাড়ের রিসোর্টে তাঁরা এসেছেন।

রবিউল ইসলাম নামের আরেকজন বলেন, ‘চাকরি করার সুবাদে বাইরেই থাকতে হয়। পরিবার নিয়ে ঘোরা আর হয় না। ঈদের ছুটিতে বাড়িতে এসে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছি। পদ্মার পাড়ে এসে খুবই ভালো লাগছে। মুখের মাস্ক খুলে নির্মল বাতাসে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি। তবে এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।’ 

সহকারী কমিশনার সাইফুল হুদা বলেন, স্বাস্থ‍্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ‍্যবিধি কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত