গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পুবাইলে কিশোরকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মসজিদের ইমামের মৃত্যুর ছয় দিন পর অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। এর আগে ইমামকে নির্দোষ দাবি করে ঘটনার পরদিন ২৮ এপ্রিল পুবাইল থানায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। সেই অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
নিহত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাঁদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। রহিজ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ ১৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, রহিজ উদ্দিন চার মাস ধরে ওই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। প্রথম দুই মাস বাড়িতে থেকে মসজিদে যাতায়াত করতেন। পরে কমিটির লোকজন তাঁকে মসজিদের তিনতলায় থাকার ব্যবস্থা করে দেন। জুমার বয়ান নিয়ে হায়দরাবাদ এলাকার দুই পক্ষের বিরোধ দেখা দেয়। বিরোধীপক্ষ ইমামকে মসজিদ থেকে বিতাড়নের চেষ্টা করত। বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে তাঁকে হত্যা করা হয়েছে।
পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘ইমাম রহিজ উদ্দিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।’
গাজীপুর মহানগরীর পুবাইলে কিশোরকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মসজিদের ইমামের মৃত্যুর ছয় দিন পর অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। এর আগে ইমামকে নির্দোষ দাবি করে ঘটনার পরদিন ২৮ এপ্রিল পুবাইল থানায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। সেই অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
নিহত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাঁদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। রহিজ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ ১৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, রহিজ উদ্দিন চার মাস ধরে ওই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। প্রথম দুই মাস বাড়িতে থেকে মসজিদে যাতায়াত করতেন। পরে কমিটির লোকজন তাঁকে মসজিদের তিনতলায় থাকার ব্যবস্থা করে দেন। জুমার বয়ান নিয়ে হায়দরাবাদ এলাকার দুই পক্ষের বিরোধ দেখা দেয়। বিরোধীপক্ষ ইমামকে মসজিদ থেকে বিতাড়নের চেষ্টা করত। বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে তাঁকে হত্যা করা হয়েছে।
পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘ইমাম রহিজ উদ্দিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৮ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে