ঢাবি প্রতিনিধি
পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। তবে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা যেন লাইব্রেরিতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে পাঞ্চকার্ড সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাস করে যাওয়া শিক্ষার্থীদের অগ্রায়ন (বিদায়) ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অগ্রায়ন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে প্রবেশের সময় হলের আবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে পারবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবে না। পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। আমরা পাঞ্চকার্ডের ব্যবস্থা করব। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা আর কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না।’
মাকসুদ কামাল আরও বলেন, আন্ডারগ্র্যাজুয়েটে বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়, সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না তা ভাবতে হবে। পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে। মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা বিষয়ের ওপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে—তারা হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির।
করোনা মহামারির কারণে বিভাগের ৯ম, ১০ম, ১১তম ব্যাচকে বিদায় সংবর্ধনা ও ১৪, ১৫, ১৬ ও ১৭ তম ব্যাচকে নবীনবরণ দেওয়া হয়নি। নতুনভাবে এ আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরা। সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা এক আনন্দ উৎসবে মেতে ওঠেন। আড্ডা, গল্প, ছবি তোলায় মেতে থাকেন তাঁরা।
নবীনবরণ ও অগ্রায়নে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা একক গান, একক নৃত্য, যৌথ গান, যৌথ নৃত্য, নাটক, র্যাম্প শো, রম্য বিতর্ক, দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক অধ্যাপক আখতার সুলতানাসহ বিভাগের সকল স্তরের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। তবে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা যেন লাইব্রেরিতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে পাঞ্চকার্ড সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাস করে যাওয়া শিক্ষার্থীদের অগ্রায়ন (বিদায়) ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অগ্রায়ন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে প্রবেশের সময় হলের আবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে পারবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবে না। পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। আমরা পাঞ্চকার্ডের ব্যবস্থা করব। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা আর কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না।’
মাকসুদ কামাল আরও বলেন, আন্ডারগ্র্যাজুয়েটে বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়, সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না তা ভাবতে হবে। পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে। মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা বিষয়ের ওপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে—তারা হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির।
করোনা মহামারির কারণে বিভাগের ৯ম, ১০ম, ১১তম ব্যাচকে বিদায় সংবর্ধনা ও ১৪, ১৫, ১৬ ও ১৭ তম ব্যাচকে নবীনবরণ দেওয়া হয়নি। নতুনভাবে এ আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরা। সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা এক আনন্দ উৎসবে মেতে ওঠেন। আড্ডা, গল্প, ছবি তোলায় মেতে থাকেন তাঁরা।
নবীনবরণ ও অগ্রায়নে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা একক গান, একক নৃত্য, যৌথ গান, যৌথ নৃত্য, নাটক, র্যাম্প শো, রম্য বিতর্ক, দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক অধ্যাপক আখতার সুলতানাসহ বিভাগের সকল স্তরের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
২ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে