Ajker Patrika

বিসিএস প্রস্তুতিতে ঢাবির লাইব্রেরিতে ভিড়, মেয়াদোত্তীর্ণদের প্রবেশ বন্ধে আসছে পাঞ্চকার্ড

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ২২: ৪৫
বিসিএস প্রস্তুতিতে ঢাবির লাইব্রেরিতে ভিড়, মেয়াদোত্তীর্ণদের প্রবেশ বন্ধে আসছে পাঞ্চকার্ড

পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। তবে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা যেন লাইব্রেরিতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে পাঞ্চকার্ড সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাস করে যাওয়া শিক্ষার্থীদের অগ্রায়ন (বিদায়) ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অগ্রায়ন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিকল্পনার কথা জানান। 

মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে প্রবেশের সময় হলের আবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে পারবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবে না। পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। আমরা পাঞ্চকার্ডের ব্যবস্থা করব। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা আর কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না।’ 

মাকসুদ কামাল আরও বলেন, আন্ডারগ্র্যাজুয়েটে বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়, সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না তা ভাবতে হবে। পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে। মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা বিষয়ের ওপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে—তারা হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে। 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাস করে যাওয়া শিক্ষার্থীদের অগ্রায়ন (বিদায়) ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগকরোনা মহামারির কারণে বিভাগের ৯ম, ১০ম, ১১তম ব্যাচকে বিদায় সংবর্ধনা ও ১৪, ১৫, ১৬ ও ১৭ তম ব্যাচকে নবীনবরণ দেওয়া হয়নি। নতুনভাবে এ আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরা। সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা এক আনন্দ উৎসবে মেতে ওঠেন। আড্ডা, গল্প, ছবি তোলায় মেতে থাকেন তাঁরা। 

নবীনবরণ ও অগ্রায়নে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা একক গান, একক নৃত্য, যৌথ গান, যৌথ নৃত্য, নাটক, র‍্যাম্প শো, রম্য বিতর্ক, দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক অধ্যাপক আখতার সুলতানাসহ বিভাগের সকল স্তরের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত