নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার (২২ মে) মিরপুরের পল্লবীতে এডিস মশা নিধন সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে বাসাবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে , সাত দিন পর যদি পুনরায় একই বাসায় এডিসের লার্ভা পাওয়া যায় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মেয়র জানান, এডিস মশা নিধনে জনসচেতনতামূলক কার্যক্রম একযোগে শুরু হয়েছে। রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ এ রকম আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। কারো একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন করা সম্ভব না। এ জন্য জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। কেউ বাসাবাড়িতে ময়লা আবর্জনা এবং এডিস মশা প্রজননে সাহায্য করলে তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবে।'
সবাইকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এরইমধ্যে সিটি করপোরেশনে দশ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বৃষ্টির পর যেসব জায়গায় পানি জমে তা ফেলে দিতে হবে। নইলে মশার প্রজনন বৃদ্ধি পাবে। এ জন্য সকলকে সচেতন হতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বয়ে নগরবাসীকে সঙ্গে নিয়ে এডিস মশাসহ সব ধরনের মশা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এ জন্য এ বছর ডেঙ্গুর প্রকোপ কম।
পরে মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসা বাড়ি পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল থাকায় স্টিকার লাগিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী।
ঢাকা: বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার (২২ মে) মিরপুরের পল্লবীতে এডিস মশা নিধন সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে বাসাবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে , সাত দিন পর যদি পুনরায় একই বাসায় এডিসের লার্ভা পাওয়া যায় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মেয়র জানান, এডিস মশা নিধনে জনসচেতনতামূলক কার্যক্রম একযোগে শুরু হয়েছে। রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ এ রকম আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। কারো একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন করা সম্ভব না। এ জন্য জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। কেউ বাসাবাড়িতে ময়লা আবর্জনা এবং এডিস মশা প্রজননে সাহায্য করলে তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবে।'
সবাইকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এরইমধ্যে সিটি করপোরেশনে দশ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বৃষ্টির পর যেসব জায়গায় পানি জমে তা ফেলে দিতে হবে। নইলে মশার প্রজনন বৃদ্ধি পাবে। এ জন্য সকলকে সচেতন হতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বয়ে নগরবাসীকে সঙ্গে নিয়ে এডিস মশাসহ সব ধরনের মশা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এ জন্য এ বছর ডেঙ্গুর প্রকোপ কম।
পরে মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসা বাড়ি পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল থাকায় স্টিকার লাগিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
২৪ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২৮ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
৩৩ মিনিট আগে