ঢাবি প্রতিনিধি
ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আহত অবস্থায় পুনরায় ছাত্রলীগের হামলা ও গ্রেপ্তার ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলা ও মামলার ঘটনাটির সুস্পষ্ট বিচার এবং কারাগারে থাকা ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের (স্যাট) প্রতিষ্ঠাতা ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুসুম, শিক্ষানবিশ আইনজীবী ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোল্লা ফারুক আহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জাবির আহমেদ জুবেল বলেন, ‘ছাত্রলীগের এই হামলা ও মামলার ঘটনাটি সারা দেশের পরিস্থিতিই আমাদের জানান দেয়। এখন কোনো সরকার দেশ চালায় না। এখন পুলিশি রাজত্ব চলে। আর ছাত্রলীগ সেই পুলিশেরই একটি অংশ হিসেবে কাজ করে।’
মোল্লা ফারুক আহসান বলেন, প্রতিটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করতে গেলেই হামলা, মামলা আবার গ্রেপ্তার এটা কীসের আলামত? ২৪ জনকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আহত অবস্থায় পুনরায় ছাত্রলীগের হামলা ও গ্রেপ্তার ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলা ও মামলার ঘটনাটির সুস্পষ্ট বিচার এবং কারাগারে থাকা ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের (স্যাট) প্রতিষ্ঠাতা ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুসুম, শিক্ষানবিশ আইনজীবী ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোল্লা ফারুক আহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জাবির আহমেদ জুবেল বলেন, ‘ছাত্রলীগের এই হামলা ও মামলার ঘটনাটি সারা দেশের পরিস্থিতিই আমাদের জানান দেয়। এখন কোনো সরকার দেশ চালায় না। এখন পুলিশি রাজত্ব চলে। আর ছাত্রলীগ সেই পুলিশেরই একটি অংশ হিসেবে কাজ করে।’
মোল্লা ফারুক আহসান বলেন, প্রতিটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করতে গেলেই হামলা, মামলা আবার গ্রেপ্তার এটা কীসের আলামত? ২৪ জনকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৫ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৫ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৭ ঘণ্টা আগে