Ajker Patrika

পাকুন্দিয়ায় বউচি খেলা দেখতে মানুষের ঢল

প্রতিনিধি
পাকুন্দিয়ায় বউচি খেলা দেখতে মানুষের ঢল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুল পাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার গাংকুলপাড়া যুব সমাজ এ খেলার আয়োজন করে। এ সময় গ্রামীণ এ খেলা দেখতে দর্শকের ঢল নামে।

খেলা দেখতে আসা ষাটোর্ধ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘নাতিকে নিয়ে বউচি খেলা দেখতে এলাম। অনেক দিন পর বউচি খেলা দেখলাম। খুব ভালো লেগেছে। আগে প্রায় সময়ই এসব খেলাধুলা হতো। এখন হয় না বললেই চলে।’

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবুর রহমান সোহাগ। সোহাগ বলেন, ‘এখনকার ছেলে-মেয়েরা গ্রামীণ এসব খেলাধুলা ভুলে যেতে বসেছে। মোবাইল গেমসের আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাদের সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। তাই আয়োজক কমিটিসহ তরুণ সমাজকে বেশি বেশি করে গ্রামীণ এ সব খেলার আয়োজন করতে অনুরোধ করছি।’

বউচি খেলায় প্রথম স্থান অধিকার করেন আলমগীর (৩৪) নামে নারান্দী গ্রামের এক যুবক। তিনি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি সাধারণ মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

খেলায় আরও উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশিম, সুখিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরশাদ মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত