Ajker Patrika

শ্রীপুরে কবর খুঁড়ে দুই কঙ্কাল চুরি

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ১৬: ৪৮
শ্রীপুরে কবর খুঁড়ে দুই কঙ্কাল চুরি

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

গতকাল রোববার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালিপাড়া এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়। 

তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, এক বছর আগে স্থানীয় মইজ উদ্দিনের স্ত্রী গোলাপজানকে ঢালিপাড়া কবরস্থানে দাফন করেন তাঁর স্বজনেরা। গতকাল রাতের কোনো একসময় তাঁর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরেরা। 

ইউপি সদস্য আরও বলেন, পাশের অজ্ঞাত একটি কবর খুঁড়ে আরও একটি কঙ্কাল চুরি করে চোরেরা। পাশাপাশি আরও দুটি খবর খোঁড়ার চেষ্টা করে। কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় কবরস্থানের পাশে ভিড় করছে শত শত মানুষ। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত