Ajker Patrika

ঘরে বসেই পাওয়া যাবে ভূমি সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৯: ৫১
ঘরে বসেই পাওয়া যাবে ভূমি সেবা

ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে সেবা পাবেন জমির মালিকেরা। ঢাকা বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। 

ভূমি অফিসে না এসে ডিজিটাল সেবা গ্রহণ এলাকাকে সামনে রেখে ১৯-২৩ মে ২০২২ সারা দেশে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে একযোগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২১’ উদ্যাপন হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগের ১৩টি জোন, ১৭টি রাজস্ব সার্কেল, ৮৮টি উপজেলা এবং ৭৫৩টি ইউনিয়ন ভূমি অফিস ও পৌর ভূমি অফিস প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এ ঢাকা বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে নিম্নবর্ণিত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। 

অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ২ নং রেজিস্ট্রার অনলাইন রেজিস্ট্রেশন এবং এ সংক্রান্ত ব্যাপক প্রচার প্রচারণা, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম গ্রহণ, ই-নামজারি আবেদন, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফায়েড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এর তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবাহ করা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভূমি সেবা পেতে হটলাইন নম্বর ৩৩৩ বা ১৬১২২ কল সেন্টারের মাধ্যমে ভূমি সেবা প্রদান এবং ভূমি সেবা অ্যাপ, উত্তরাধিকার অ্যাপ সম্পর্কে সকলকে জানানো। 

জনগণের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা এর নিবিড় তত্ত্বাবধানে এ বিভাগের রাজস্ব প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা প্রদান ও লক্ষ্য বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত