সারা দেশে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এতে মানুষের পাশাপাশি পশু-পাখিও অস্বস্তিতে পড়েছে। তাইতো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সঙ্গীহীন থাকা পেলিক্যান পাখিটিও স্বস্তি পেতে খুঁজছে বিভিন্ন উপায়। গরম থেকে রক্ষা পেতে দিনের অধিকাংশ সময় থাকছে গাছের ছায়ায়। আবার কখনো কখনো পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা গেছে, পার্কের ধনেশ বেষ্টনীতে রয়েছে একটি বড় আকৃতির পেলিক্যান পাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের কেন্দ্রে রয়েছে এই পাখি। প্রচণ্ড গরমে পাখিটি দিনের অধিকাংশ সময় গাছের ছায়ায় বসে গরমে হাঁসফাঁস করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। আবার কখনো স্থির হয়ে সঙ্গী ছাড়া দাঁড়িয়ে রয়েছে এই পেলিক্যান।
পার্কে আসা সোহেল রানা বলেন, ‘পাখিটির নাম জানি না। আজই প্রথম দেখলাম। খুব বেশি কাছ থেকে দেখেছি। এক স্থানে গাছের ছায়াতলে স্থির দাঁড়ি রয়েছে। প্রচণ্ড গরমের কারণে ছায়াতলে বসে আছে। আমার শিশুসন্তান পাখিটি দেখে খুবই আনন্দ পেয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা গেছে, পেলিক্যান হলো গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের পাখি। এটি গ্রেট পেলিক্যান বা গ্রেট হোয়াইট পেলিক্যান নামেও পরিচিত। পৃথিবীতে যত ধরনের বড় পাখি রয়েছে, তাদের মধ্যে বিচিত্র স্বভাবের হলো পেলিক্যান।
ওই পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে সব পশুপাখি হাঁসফাঁস করছে। বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বর্তমানে গরম থেকে বাঁচতে পেলিক্যান ছায়াতলে বসে সময় পার করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পার্কের ধনেশ বেষ্টনীতে থাকা গ্রেট পেলিক্যান পাখিটি নারী। পার্কে আনার কিছুদিন পর এর পুরুষ সঙ্গী মারা গিয়ে সঙ্গীহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি পুরুষ সঙ্গী আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সঙ্গী পেলে আরও বেশি প্রাণবন্ত হবে এই পেলিক্যান।’
সারা দেশে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এতে মানুষের পাশাপাশি পশু-পাখিও অস্বস্তিতে পড়েছে। তাইতো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সঙ্গীহীন থাকা পেলিক্যান পাখিটিও স্বস্তি পেতে খুঁজছে বিভিন্ন উপায়। গরম থেকে রক্ষা পেতে দিনের অধিকাংশ সময় থাকছে গাছের ছায়ায়। আবার কখনো কখনো পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা গেছে, পার্কের ধনেশ বেষ্টনীতে রয়েছে একটি বড় আকৃতির পেলিক্যান পাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের কেন্দ্রে রয়েছে এই পাখি। প্রচণ্ড গরমে পাখিটি দিনের অধিকাংশ সময় গাছের ছায়ায় বসে গরমে হাঁসফাঁস করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। আবার কখনো স্থির হয়ে সঙ্গী ছাড়া দাঁড়িয়ে রয়েছে এই পেলিক্যান।
পার্কে আসা সোহেল রানা বলেন, ‘পাখিটির নাম জানি না। আজই প্রথম দেখলাম। খুব বেশি কাছ থেকে দেখেছি। এক স্থানে গাছের ছায়াতলে স্থির দাঁড়ি রয়েছে। প্রচণ্ড গরমের কারণে ছায়াতলে বসে আছে। আমার শিশুসন্তান পাখিটি দেখে খুবই আনন্দ পেয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা গেছে, পেলিক্যান হলো গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের পাখি। এটি গ্রেট পেলিক্যান বা গ্রেট হোয়াইট পেলিক্যান নামেও পরিচিত। পৃথিবীতে যত ধরনের বড় পাখি রয়েছে, তাদের মধ্যে বিচিত্র স্বভাবের হলো পেলিক্যান।
ওই পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে সব পশুপাখি হাঁসফাঁস করছে। বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বর্তমানে গরম থেকে বাঁচতে পেলিক্যান ছায়াতলে বসে সময় পার করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পার্কের ধনেশ বেষ্টনীতে থাকা গ্রেট পেলিক্যান পাখিটি নারী। পার্কে আনার কিছুদিন পর এর পুরুষ সঙ্গী মারা গিয়ে সঙ্গীহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি পুরুষ সঙ্গী আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সঙ্গী পেলে আরও বেশি প্রাণবন্ত হবে এই পেলিক্যান।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে