নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীনবরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও নগরবিদ স্থপতি মো. ইকবাল হাবিব বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাই এটাকে গড়ার দায়িত্ব সবাইকে নিতে হবে। সকলের ভালো থাকা নিশ্চিত করতে হবে। শুধু অর্থনৈতিক উন্নয়ন হলে চলবে না; একই সঙ্গে ইকুইটি বা সমতা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করতে হবে। কোনো অজুহাত যেন আমাদের কাজের বাঁধা হতে না পারে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতাই বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সমৃদ্ধি এনে দেবে। তবে এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনও জানতে হবে। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষ গ্র্যাজুয়েট ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর) প্রমুখ।
রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীনবরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও নগরবিদ স্থপতি মো. ইকবাল হাবিব বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাই এটাকে গড়ার দায়িত্ব সবাইকে নিতে হবে। সকলের ভালো থাকা নিশ্চিত করতে হবে। শুধু অর্থনৈতিক উন্নয়ন হলে চলবে না; একই সঙ্গে ইকুইটি বা সমতা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করতে হবে। কোনো অজুহাত যেন আমাদের কাজের বাঁধা হতে না পারে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতাই বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সমৃদ্ধি এনে দেবে। তবে এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনও জানতে হবে। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষ গ্র্যাজুয়েট ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর) প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে