নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ থেকে
জীবনের প্রথম ভোটটা খুব ভালোভাবেই দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়া আদিত্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক আদিত্য এবারই প্রথম জাতীয় নির্বাচন ভোট দিচ্ছেন।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে। সকালে সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের বাইরে-ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। ভোটাররা আসতে শুরু করেছেন। প্রস্তুত ভোটকেন্দ্রের কর্মকর্তারাও। রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জগদীশ চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালামাল সব সঠিক সময়ে পেয়েছি। কোনো অসুবিধা হয়নি। সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।’
সকাল ৮টা নাগাদ কেন্দ্রটিতে ভোট দিতে লাইনে দাঁড়ায় ভোটাররা। আরিফ হোসেন মোল্লা নামের এক ভোটার বলেন, ‘সকালে এসেই লাইনে দাঁড়ালাম। ভালো লাগছে। ভোট দিতে এলাম। সকালে চাপ কম থাকবে।’ মো. মিজান হোসেন মীর নামের আরেক ভোটার বলেন, ‘সকালে ভোট দিতে এলাম। ভোট দিয়েই কাজে যাব।’
রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদ্রাসা এই ইউনিয়নের সবচেয়ে বড় ভোটকেন্দ্র। এই কেন্দ্রে ৪ হাজার ১১০টি ভোট রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার হেলাল উদ্দিন। সুষ্ঠু ভোট গ্রহণের প্রত্যাশা করছেন তিনি। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে উপস্থিতিও বাড়বে বলে আশা করছেন তিনি।
এই কেন্দ্রে প্রথম ভোট দেন ফিরোজ মিয়া। ভোট দিয়ে বের হয়ে সবকিছু ঠিক আছে বলেও জানান তিনি। একই কেন্দ্রে জীবনে প্রথমবার ভোট দেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা আদিত্য। ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, ‘খুব ভালোভাবে জীবনের প্রথম ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।’
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজীসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালি আঁশ), শাহজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম।
জীবনের প্রথম ভোটটা খুব ভালোভাবেই দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়া আদিত্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক আদিত্য এবারই প্রথম জাতীয় নির্বাচন ভোট দিচ্ছেন।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে। সকালে সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের বাইরে-ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। ভোটাররা আসতে শুরু করেছেন। প্রস্তুত ভোটকেন্দ্রের কর্মকর্তারাও। রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জগদীশ চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালামাল সব সঠিক সময়ে পেয়েছি। কোনো অসুবিধা হয়নি। সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।’
সকাল ৮টা নাগাদ কেন্দ্রটিতে ভোট দিতে লাইনে দাঁড়ায় ভোটাররা। আরিফ হোসেন মোল্লা নামের এক ভোটার বলেন, ‘সকালে এসেই লাইনে দাঁড়ালাম। ভালো লাগছে। ভোট দিতে এলাম। সকালে চাপ কম থাকবে।’ মো. মিজান হোসেন মীর নামের আরেক ভোটার বলেন, ‘সকালে ভোট দিতে এলাম। ভোট দিয়েই কাজে যাব।’
রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদ্রাসা এই ইউনিয়নের সবচেয়ে বড় ভোটকেন্দ্র। এই কেন্দ্রে ৪ হাজার ১১০টি ভোট রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার হেলাল উদ্দিন। সুষ্ঠু ভোট গ্রহণের প্রত্যাশা করছেন তিনি। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে উপস্থিতিও বাড়বে বলে আশা করছেন তিনি।
এই কেন্দ্রে প্রথম ভোট দেন ফিরোজ মিয়া। ভোট দিয়ে বের হয়ে সবকিছু ঠিক আছে বলেও জানান তিনি। একই কেন্দ্রে জীবনে প্রথমবার ভোট দেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা আদিত্য। ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, ‘খুব ভালোভাবে জীবনের প্রথম ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।’
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজীসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালি আঁশ), শাহজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৬ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৫ মিনিট আগে