Ajker Patrika

রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

এসআই আরও জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে রাতে খবর পান মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। তাঁর মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। আরিফ স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। সেখানে তাঁর ওয়ার্কশপের ব্যবসা আছে।

তিনি আরও জানান, মগবাজার তাঁর মামার বাসা। মাঝেমধ্যেই সেখানে যেতেন। ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘কয়েকজনকে পুলিশ ধরেছে। জানি না কী জন্য আমার ছেলেরে তারা মারল। আমার একমাত্র ছেলে আরিফ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত