Ajker Patrika

নারায়ণগঞ্জে পুকুর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামের এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বস্তল এলাকার সিটি লুব অয়েল (মবিল) কারখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ ব্রাহ্মণবাড়িয়া সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব অয়েল কারখানার নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সিটি লুব অয়েল কারখানার অন্য নিরাপত্তাকর্মীরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশের পুকুর থেকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত