Ajker Patrika

শিবচরের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪: ০৮
শিবচরের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে মো. মাসুদ (২০) নামের ওই যুবক মারা যান।

নিহত মাসুদ মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার মো. সাকিব হোসেনের ছেলে। এর আগে বিকেলে দুর্ঘটনায় ঘটনাস্থলেই হাসিবুর রহমান মোল্লা (২০) নামের এক যুবক মারা যান।

গতকাল মঙ্গলবার বিকেলে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরসংলগ্ন বাখরেরকান্দি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরসংলগ্ন বাখরেরকান্দি এলাকার ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই হাসিবুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় আহত মাসুদকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থলেই একজন এবং রাতে ঢাকায় নেওয়ার পথে আহত যুবকের মৃত্যু হয়। তাঁরা উভয়েই মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত