Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী কর্মী মো. তৌহিদুল ইসলাম বকুলের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আজ সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন। 

নিহত তৌহিদুল ইসলাম তিনি ধূলদিয়া রায়খলা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। 

নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে ইটাখোলা থেকে অটোরিকশায় শিবপুর যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তৌহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা খবর পয়ে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত