কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির সংস্কারের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে আজ সোমবার থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত বুধবার কিশোরগঞ্জের কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরিদর্শন পর শিশু সাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরেটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরেটরি সহকারী মো. বেলায়ত হোসেনসহ একদল শ্রমিক নিয়ে আজ সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশে ঐতিহাসিক এ বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছি। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের ওপর, ভবনটির উত্তর ও পূর্ব পাশে থাকা গাছপালা এবং জঙ্গল পরিষ্কার করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি। যাতে করে এখানে আর কোনো নতুন গাছ না জন্মায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া বলেন, ‘পরিত্যক্ত এ ভবনটি প্রাথমিকভাবে পরিষ্কার করে সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরি করেছি। আমাদের প্রস্তাবনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দাখিল করার পর অনুমোদন ও অর্থ বরাদ্দ হলেই বাড়িটির বর্তমান ডিজাইন ঠিক রেখে সংস্কার করা হবে।’
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির সংস্কারের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে আজ সোমবার থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত বুধবার কিশোরগঞ্জের কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরিদর্শন পর শিশু সাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরেটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরেটরি সহকারী মো. বেলায়ত হোসেনসহ একদল শ্রমিক নিয়ে আজ সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশে ঐতিহাসিক এ বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছি। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের ওপর, ভবনটির উত্তর ও পূর্ব পাশে থাকা গাছপালা এবং জঙ্গল পরিষ্কার করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি। যাতে করে এখানে আর কোনো নতুন গাছ না জন্মায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া বলেন, ‘পরিত্যক্ত এ ভবনটি প্রাথমিকভাবে পরিষ্কার করে সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরি করেছি। আমাদের প্রস্তাবনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দাখিল করার পর অনুমোদন ও অর্থ বরাদ্দ হলেই বাড়িটির বর্তমান ডিজাইন ঠিক রেখে সংস্কার করা হবে।’
গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
৬ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক নেতা থানায় হাজির হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান পলাশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
২০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে জুলাই আন্দোলনের পুরো সময় সরব থাকা গিয়াস উদ্দিন মনিরের দুটি কিডনি অচল হয়ে গেছে। আন্দোলনকালে তাঁর পায়ে লাগা আঘাত থেকে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মনির বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বনপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর।
২৩ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
৩৫ মিনিট আগে