পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নিজ শহর রাজবাড়ীর পাংশা রেলস্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার শহরের কুরাপাড়া রেলগেট এলাকা থেকে এ অভিযান শুরু করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানের প্রথম দিনে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানপাট ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ভিড় জমান উৎসুক জনতা। হুটহাট করে অভিযান চালানোতে দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে অভিযানের আগে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষর।
এর আগে দীর্ঘদিন অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জমি মেপে লাল নিশানা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বেদখলদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি কেউ আমলে নেয়নি বলে জানায় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
এ বিষয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী খন্দকার তৈয়বুর হাসান বিপ্লব বলেন, ‘আমার দলিলকৃত সম্পত্তির ওপর রেস্টুরেন্ট করেছি। আমার সম্পূর্ণ দলিলাদি তাদের কাছে শো করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন অনেক পুরোনো একটি ম্যাপ নিয়ে এসেছে। যে ম্যাপ কারও কাছে নেই। অবৈধভাবে, বৈধ জায়গার স্থাপনা ভাঙছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাংশা শহরের নারায়ণপুর মৌজা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মৌজার প্রায় অর্ধশত একর জমি অধিগ্রহণ করা ছিল। তার মধ্যে প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে।
যেখান থেকে অভিযান শুরু হয়েছে, সেখানকার অনেকেই দাবি করছে তাদের ক্রয়কৃত সম্পত্তি। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি, এই জমি আমাদের অধিগ্রহণ করা ছিল। এ জন্য অভিযান শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নিজ শহর রাজবাড়ীর পাংশা রেলস্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার শহরের কুরাপাড়া রেলগেট এলাকা থেকে এ অভিযান শুরু করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানের প্রথম দিনে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানপাট ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ভিড় জমান উৎসুক জনতা। হুটহাট করে অভিযান চালানোতে দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে অভিযানের আগে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষর।
এর আগে দীর্ঘদিন অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জমি মেপে লাল নিশানা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বেদখলদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি কেউ আমলে নেয়নি বলে জানায় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
এ বিষয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী খন্দকার তৈয়বুর হাসান বিপ্লব বলেন, ‘আমার দলিলকৃত সম্পত্তির ওপর রেস্টুরেন্ট করেছি। আমার সম্পূর্ণ দলিলাদি তাদের কাছে শো করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন অনেক পুরোনো একটি ম্যাপ নিয়ে এসেছে। যে ম্যাপ কারও কাছে নেই। অবৈধভাবে, বৈধ জায়গার স্থাপনা ভাঙছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাংশা শহরের নারায়ণপুর মৌজা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মৌজার প্রায় অর্ধশত একর জমি অধিগ্রহণ করা ছিল। তার মধ্যে প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে।
যেখান থেকে অভিযান শুরু হয়েছে, সেখানকার অনেকেই দাবি করছে তাদের ক্রয়কৃত সম্পত্তি। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি, এই জমি আমাদের অধিগ্রহণ করা ছিল। এ জন্য অভিযান শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৩ মিনিট আগে