ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) বিকালে শহরতলির টেপাখোলা এলাকার ধলারমোড়ের চরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তাঁদের একজন গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে রেজা এ রাব্বি তামিম (২০) এবং অন্যজন নোয়াখালী সদর উপজেলার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবদুল্লাহ মারুফ (২০)। তাঁরা ফরিদপুর শহরে একটি মেসে থাকতেন।
নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে দুপুরে কলেজমাঠে ফুটবল খেলেন। পরে ছয়-সাতজন বন্ধু মিলে পদ্মা নদীর ধলারমোড়ের চরে গিয়ে আবারও ফুটবল খেলেন এবং শেষে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যান মারুফ। তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও স্রোতের তোড়ে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁদের উদ্ধার করে রেজোয়ান মোল্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার নেছার মাহমুদ জানান, বেলা ৩টা ২০ মিনিটে পানিতে দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাঁরা রওনা দেন এবং প্রায় দুই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।
ইইই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন জানান, তাঁরা ছয়-সাতজন মিলে গোসলে নামেন। প্রথমে মারুফ ডুবে যান, তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও তলিয়ে যান। পরে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
সানোয়ার হোসেন আরও জানান, নিহত শিক্ষার্থীদের শরীরে পানি জমে থাকায় দ্রুত পচনের আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) বিকালে শহরতলির টেপাখোলা এলাকার ধলারমোড়ের চরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তাঁদের একজন গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে রেজা এ রাব্বি তামিম (২০) এবং অন্যজন নোয়াখালী সদর উপজেলার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবদুল্লাহ মারুফ (২০)। তাঁরা ফরিদপুর শহরে একটি মেসে থাকতেন।
নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে দুপুরে কলেজমাঠে ফুটবল খেলেন। পরে ছয়-সাতজন বন্ধু মিলে পদ্মা নদীর ধলারমোড়ের চরে গিয়ে আবারও ফুটবল খেলেন এবং শেষে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যান মারুফ। তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও স্রোতের তোড়ে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁদের উদ্ধার করে রেজোয়ান মোল্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার নেছার মাহমুদ জানান, বেলা ৩টা ২০ মিনিটে পানিতে দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাঁরা রওনা দেন এবং প্রায় দুই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।
ইইই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন জানান, তাঁরা ছয়-সাতজন মিলে গোসলে নামেন। প্রথমে মারুফ ডুবে যান, তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও তলিয়ে যান। পরে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
সানোয়ার হোসেন আরও জানান, নিহত শিক্ষার্থীদের শরীরে পানি জমে থাকায় দ্রুত পচনের আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে