নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে