মুন্সিগঞ্জ প্রতিনিধি
জুলাই গণ–অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারগুলোর করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদিও বিষয়টি সরাসরি আমার নয়, তারপরও বলব, জুলাই গণ–অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। কয়েকটি মামলায় চার্জশিটও দেওয়া হয়েছে। তবে তদন্তে কিছু জটিলতা ছিল, বিশেষ করে আসামির সংখ্যা নিয়ে। কোনো ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে নির্দোষ অনেকেই মামলায় জড়িয়ে গেছেন। ফলে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে সব মামলার চার্জশিট সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার পুনর্বাসনের জন্য প্রস্তাবিত ‘‘৩৬ জুলাই’’ আবাসন প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। একনেকের সদস্য হিসেবে আমরা প্রকল্পটি অনুমোদন করিনি। এতে বিভিন্ন অসংগতি ধরা পড়েছে। তাই প্রকল্পটি পুনরায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটনাবলি তুলে ধরা হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই শহীদেরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
জুলাই গণ–অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারগুলোর করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদিও বিষয়টি সরাসরি আমার নয়, তারপরও বলব, জুলাই গণ–অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। কয়েকটি মামলায় চার্জশিটও দেওয়া হয়েছে। তবে তদন্তে কিছু জটিলতা ছিল, বিশেষ করে আসামির সংখ্যা নিয়ে। কোনো ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে নির্দোষ অনেকেই মামলায় জড়িয়ে গেছেন। ফলে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে সব মামলার চার্জশিট সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার পুনর্বাসনের জন্য প্রস্তাবিত ‘‘৩৬ জুলাই’’ আবাসন প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। একনেকের সদস্য হিসেবে আমরা প্রকল্পটি অনুমোদন করিনি। এতে বিভিন্ন অসংগতি ধরা পড়েছে। তাই প্রকল্পটি পুনরায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটনাবলি তুলে ধরা হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই শহীদেরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে