Ajker Patrika

‘মোটরসাইকেল বন্ধ নয়, বাড়াতে হবে সচেতনতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৩, ১৫: ৩৮
‘মোটরসাইকেল বন্ধ নয়, বাড়াতে হবে সচেতনতা’

মোটরসাইকেল বন্ধ নয়, বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে প্রশ্ন রাখেন। ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে এ সভা হয়।

সচিব বলেন, ‘কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক না। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত। জিডিপিতে বড় অবদান রাখে। কাজেই মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি কমাতে। ঢাকায় এটা নিশ্চিত করা গেছে যে প্রায় প্রত্যেক চালক হেলমেট ব্যবহার করেন। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এখানে বিএসটিআই হেলমেটের মান নির্ধারণে কাজ করছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের চারজনের একজনই পথচারী বা সাইকেল আরোহী।

জীবন রক্ষায় হেলমেট পরতে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার বলে প্রশ্ন রাখেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে, মানসম্মতও হেলমেট রয়েছে। কিন্তু এসব হেলমেট কত দিন ব্যবহার করা যাবে, কত দিন পর (লাইফটাইম) ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সভায় দুটি বিষয় নিয়ে অনেকেই বলেছেন—আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি। আইন প্রয়োগের দিক থেকে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা করে যাচ্ছেন কিন্তু সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার?’

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো আবদুস সাত্তার বলেন, ‘বাজারে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৩০-৩৫ হাজার টাকার মধ্যে মানসম্মত হেলমেট পাওয়া যায়। যে যার পছন্দ অনুযায়ী কিনতে পারেন। তবে এসব হেলমেটেরও একটা লাইফটাইম থাকা প্রয়োজন। কত দিন পর আর এই হেলমেট ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা দরকার। বাজারে মানহীন বহু হেলমেট রয়েছে, তাও খেয়াল রাখতে হবে।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। 

সপ্তমবারের মতো এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ। এ বছর এই উদ্‌যাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ থেকে ২১ মে সময়কালের সপ্তাহটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সচেতন করতে এই ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে। হ্যাশট্যাগ রিথিঙ্ক মবিলিটি (#Rethink Mobility), হ্যাশট্যাগ স্ট্রিটস ফর লাইফ (#StreetsforLife), হ্যাশট্যাগ রোড সেফটি (#RoadSafety)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত