বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন।
আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে ভোরে উপজেলার জৈনা বাজারসহ দু-একটি স্থানে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।’
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, গতকাল সোমবার রাতে পৌর বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, ‘বিনা কারণে পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি করছে। পরিবারের সদস্যদের হয়রানি করছে। মিথ্যা মামলায় অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠাচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন।
আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে ভোরে উপজেলার জৈনা বাজারসহ দু-একটি স্থানে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।’
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, গতকাল সোমবার রাতে পৌর বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, ‘বিনা কারণে পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি করছে। পরিবারের সদস্যদের হয়রানি করছে। মিথ্যা মামলায় অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠাচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন আজ সোমবার দুপুরে কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পরে কলেজের চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন না মর্মে মুচলেখা দিয়ে ক্যাম্পাস ছাড়েন তিনি। ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান খান সাদি এসব কথা
৩ মিনিট আগেশ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ময়না ডেইরি ফার্মসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
৪ মিনিট আগেযৌন হয়রানিতে অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রীকে অশোভন আচরণ, একান্ত সাক্ষাতের চাপ ও গাড়িতে ভ্রমণের প্রস্তাবের অভিযোগ উঠেছে।
১০ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।
২৩ মিনিট আগে