নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন।
আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’
সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন।
আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’
সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে