Ajker Patrika

শীতলক্ষ্যাতীরে আকিজের নির্মাণকাজ বন্ধে বেলার লিগ্যাল নোটিশ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০: ৫০
শীতলক্ষ্যাতীরে আকিজের নির্মাণকাজ বন্ধে বেলার লিগ্যাল নোটিশ

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের ওয়্যারহাউস নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস বা লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নোটিশটি ডাকযোগে পাঠানো হয়। 

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বেলার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস হাসানুল বান্না। তিনি বলেন, ‘নোটিশ পাঠানোর ৭ দিনের মধ্যে নদীর তীরে সকল নির্মাণকাজ বন্ধ করা ও গৃহীত পদক্ষেপ আমাদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় নোটিশ প্রাপকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের চারটি মন্ত্রণালয়ের সচিব ও আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ১৭ জনকে নোটিশ দেওয়া হয়েছে।’ 
 
লিগ্যাল নোটিশপ্রাপ্তরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবেরা। এ তালিকায় আরও রয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, প্রধান বন সংরক্ষক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা, ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থাপনা নির্মাণকারী প্রতিষ্ঠান আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে অত্র নোটিশের মাধ্যমে নিম্নলিখিত বিষয়ে কার্যকরী প্রতিকার চেয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, চলতি বছরের গত ৩১ আগস্ট ঘোড়াশাল নদীবন্দরের উপপরিচালক ভরাট বা কোনো রূপ বৈশিষ্ট্য পরিবর্তন না করার শর্তে ই-ক্রেন জেটি স্থাপনের জন্য আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর মৌজায় ২২৮ শতাংশ নদীতীর ব্যবহারের অনুমতি দেন। অনুমোদিত এ স্থানকে ঘোড়াশাল নদীবন্দরের উপপরিচালক শীতলক্ষ্যা নদীর তীর হিসেবে উল্লেখ করলেও পানি উন্নয়ন বোর্ড ও নদী বিশেষজ্ঞদের মতে এটি মূলত নদীর নিম্নাঞ্চলের অংশবিশেষ। 

নোটিশে আরও বলা হয়েছে, অনুমোদনের শর্ত লঙ্ঘন করে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড নদীটির গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীর ভরাট করছে মর্মে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, এরই মধ্যে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড ড্রেজার দিয়ে নদী ও নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করে নদীটির ১৫০ ফুট তীরের প্রায় ৭৫ ফুট অংশ ভরাট করেছে। শুধু নদীতীর ভরাট নয়, নদীসংলগ্ন ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি ভরাটেরও পাঁয়তারা চলছে মর্মে সংবাদে উল্লেখ রয়েছে। ভরাট করা স্থানে বনজ দ্রব্য মজুতের উদ্দেশ্যে ডিপো স্থাপনের জন্য বন বিভাগ কর্তৃক প্রদত্ত লাইসেন্স-সম্পর্কিত সাইনবোর্ড স্থাপন করেছে। যদিও বন বিভাগ কর্তৃক প্রদত্ত লাইসেন্সে কোনো জায়গার উল্লেখ নেই। 

নোটিশে বলা হয়েছে, দেশে প্রচলিত আইন অনুযায়ী নদীর তীর ভরাট ও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। নদীর তীরের ভরাট করা স্থান পুনরুদ্ধার করে যথাযথভাবে সংরক্ষণ করা আপনার দায়িত্ব, যা পালনে আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। 

নোটিশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে নদীর তীর ভরাটের সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভরাট করা নদীতীর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি নিরূপণ করে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের কাছ থেকে সমুদয় অর্থ আদায়ের অনুরোধ জানাচ্ছে। সেই সঙ্গে ঘোড়াশাল নদীবন্দরের উপপরিচালক কর্তৃক জেটি নির্মাণের অনুমোদন ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত বনজ দ্রব্য মজুতের জন্য ডিপো স্থাপনের লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছে। 

নোটিশে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ প্রেরণের ৭ (সাত) দিনের মধ্যে বেলার আইনজীবীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। অন্যথায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত