Ajker Patrika

রেলকে লাভজনক প্রতিষ্ঠান করাই হবে আমার কাজ: রেলপথ মন্ত্রী 

রাজবাড়ী ও পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 
রেলকে লাভজনক প্রতিষ্ঠান করাই হবে আমার কাজ: রেলপথ মন্ত্রী 

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’ 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। 

মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’ 

তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’ 

এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত