নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় একই পরিবারের তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় বড়বাড়ি এলাকায় সড়কের পাশে ইট-সুরকির স্তূপের নিচে লাশগুলো পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই বোন ও শিশুটি সম্প্রতি পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া ওঠে। ছোট বোন লামিয়ার স্বামী মাদক ব্যবসায়ী আর বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে লামিয়ার স্বামী ইয়াছিন র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যান। তিনি ৭ এপ্রিল জেল থেকে বেরিয়ে বাড়ি আসেন। চার দিন ধরে সবাই নিখোঁজ ছিল। আজ দুপুরে বাড়ির পাশে বস্তাবন্দী অবস্থায় তিনজনের খণ্ডিত লাশ পাওয়া যায়।
বাড়িওয়ালা জাহাঙ্গীর বলেন, ‘১ এপ্রিল লামিয়া বাসা ভাড়া নেয়। সে, তার বোন স্বপ্না আর তার ছেলে আব্দুল্লাহ বাসায় থাকত। ৭ তারিখে তার স্বামী এলে আমরা জানতে চাই, এই লোক কে? তখন লামিয়া জানায় ওই লোক তার স্বামী এবং সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে। তিন-চার দিন ধরে ঘর তালাবদ্ধ ছিল। আমরা ভেবেছি ঈদের ছুটিতে তারা অন্যত্র গেছে। আজকে এলাকার লোকজন বাড়ির সামনের রাস্তায় ইট-সুরকি দিয়ে ঢেকে রাখা বস্তাবন্দী লাশ উদ্ধার করে।’
স্বপ্না ও লামিয়ার বড় বোন শিরিন বেগম বলেন, ‘লামিয়া প্রেম করে বিয়ে করে এক সন্তানের মা হয়ে সংসার করছিল। স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চার দিন ধরে তাঁদের খোঁজ পাচ্ছিলাম না। আমার দুই বোনের সঙ্গে এক ভাগনেও খুন হয়েছে। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাঁদের সংসারে প্রায় সময় সমস্যা হতো। আমরা জানি না, কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর বলেন, স্থানীয় বাসিন্দারা দুপুরে বস্তাবন্দী হাত দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজন নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে পারিবারিক কলহের জেরে তাঁদের হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লামিয়া আক্তারের স্বামী ইয়াছিনকে সিদ্ধিরগঞ্জের কলাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় একই পরিবারের তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় বড়বাড়ি এলাকায় সড়কের পাশে ইট-সুরকির স্তূপের নিচে লাশগুলো পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই বোন ও শিশুটি সম্প্রতি পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া ওঠে। ছোট বোন লামিয়ার স্বামী মাদক ব্যবসায়ী আর বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে লামিয়ার স্বামী ইয়াছিন র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যান। তিনি ৭ এপ্রিল জেল থেকে বেরিয়ে বাড়ি আসেন। চার দিন ধরে সবাই নিখোঁজ ছিল। আজ দুপুরে বাড়ির পাশে বস্তাবন্দী অবস্থায় তিনজনের খণ্ডিত লাশ পাওয়া যায়।
বাড়িওয়ালা জাহাঙ্গীর বলেন, ‘১ এপ্রিল লামিয়া বাসা ভাড়া নেয়। সে, তার বোন স্বপ্না আর তার ছেলে আব্দুল্লাহ বাসায় থাকত। ৭ তারিখে তার স্বামী এলে আমরা জানতে চাই, এই লোক কে? তখন লামিয়া জানায় ওই লোক তার স্বামী এবং সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে। তিন-চার দিন ধরে ঘর তালাবদ্ধ ছিল। আমরা ভেবেছি ঈদের ছুটিতে তারা অন্যত্র গেছে। আজকে এলাকার লোকজন বাড়ির সামনের রাস্তায় ইট-সুরকি দিয়ে ঢেকে রাখা বস্তাবন্দী লাশ উদ্ধার করে।’
স্বপ্না ও লামিয়ার বড় বোন শিরিন বেগম বলেন, ‘লামিয়া প্রেম করে বিয়ে করে এক সন্তানের মা হয়ে সংসার করছিল। স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চার দিন ধরে তাঁদের খোঁজ পাচ্ছিলাম না। আমার দুই বোনের সঙ্গে এক ভাগনেও খুন হয়েছে। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাঁদের সংসারে প্রায় সময় সমস্যা হতো। আমরা জানি না, কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর বলেন, স্থানীয় বাসিন্দারা দুপুরে বস্তাবন্দী হাত দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজন নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে পারিবারিক কলহের জেরে তাঁদের হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লামিয়া আক্তারের স্বামী ইয়াছিনকে সিদ্ধিরগঞ্জের কলাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে