Ajker Patrika

নাগরপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে আহত ২

প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৫: ৫৭
নাগরপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে আহত ২

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের মো. রিপন মিয়ার ছেলে মো. হৃদয় (২০) এবং ঝালকাঠি জেলার রাজাপুর গ্রামের মোসলেমের ছেলে মামুন (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, আহতদের ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাগরপুর থানার এসআই অশোক সাহা বলেন, ‘সিএনজি-পিকআপের সংঘর্ষের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে আহত দুজনকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়।’

এসআই আরও বলেন, ঘটনাস্থল থেকে সিএনজি-পিকআপ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভাররা পালিয়ে যায়। পরে তাঁদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত