Ajker Patrika

মহাসড়কে উল্টো পথে অটোরিকশায় বাসের ধাক্কায় আহত ৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে ইমপ্রিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ৬ জন আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও বলেন, বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাঁদের প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত