Ajker Patrika

অন্ধ জেনেও মাদারীপুরের আশিককে ভালোবেসেছেন লালমনিরহাটের পারভীন

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৫
অন্ধ জেনেও মাদারীপুরের আশিককে ভালোবেসেছেন লালমনিরহাটের পারভীন

অন্ধ জেনেও আশিকুরের হাত ধরেছিলেন পারভীন। এরপর ২১ বছর কাটিয়ে দিয়েছেন। কোনো আক্ষেপ আর অতৃপ্তি নেই। বিশ্ববিদ্যালয় পাস করার পর আশিকুর চোখ না থাকার কারণে চাকরি পাননি। স্বামী-স্ত্রী মিলে একটি খেলনার দোকান চালান। ভালো বাঁশি বাজান আশিক। আনন্দে কাটছে তাঁদের দিন।

মাদারীপুর শকুনি লেকপাড়ে খেলনা বেচেন আশিকুর ও পারভীন দম্পতি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। সংসারে শুধু দুজন। দুই দশক কেটে গেলেও ভালোবাসার কমতি নেই।

কথা বলে জানা যায়, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জের আব্দুল জব্বারের মেয়ে পারভীন বেগম (৩৮)। ঢাকায় মামা-মামির কাছে থাকতেন। ওই সময় ঢাকায় এসেছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের ফজলুর রহমান সরদারের ছেলে সরদার আশিকুর রহমান (৪৪)। কোনোভাবে দুজনের মধ্যে পরিচয় হয়। একে অপরকে পছন্দ করে ফেলেন তাঁরা। অন্ধ আশিকুর রহমানকে অন্ধভাবেই ভালোবেসে ফেলেন পারভীন। এরপর বাবা-মায়ের অমতেই মামা-মামির সহযোগিতায় বিয়ে করেন আশিকুরকে। 

পারভীন বেগম । ছবি: আজকের পত্রিকা২০০৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে মাদারীপুরে চলে আসেন পারভীন। এরপর শহরের চৌরাস্তায় বাসা ভাড়া নিয়ে থাকেন দুজন। মেয়ে আফিয়া আক্তার আঁখিকে (১৮) বিয়ে দিয়েছেন।

সরদার আশিকুর রহমানের ডাকনাম হেমায়েত। ১৯৯৫ সালে আন্ডারচর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর মাদারীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করেন। কবিতা লেখেন, ভালো বাঁশিও বাজান। 

সরদার আশিকুর রহমান বলেন, ‘প্রায় ২৪ বছর আগে আমাকে কালকিনির একটি মামলায় সাক্ষী করা হয়। কিন্তু বিষয়টি আমি জানতাম না। তাই আদালতে সাক্ষ্যও দিইনি। এর কিছুদিন পর আমি লঞ্চে করে ঢাকা থেকে নিজ গ্রামে আসার পর প্রতিপক্ষ আমার দুচোখ তুলে ফেলে। এরপর ঢাকার একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিই। তখন ঢাকায় পারভীনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেম করে বিয়ে করি। অন্ধ জেনেও পারভীন ভালোবেসেই আমাকে বিয়ে করে। এখনো ভালোবেসেই পারভীন আমার কাছেই আছে।’

ভালোবেসে অন্ধ আশিকুরকে বিয়ে করেছেন পারভীন। ছবি: আজকের পত্রিকাআশিকুর বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘জীবনযুদ্ধে হারার মতো মানুষ আমি নই। স্ত্রীকে নিয়ে শুরু হয় নতুন করে জীবনযুদ্ধ। মাদারীপুর শহরের লেকপাড়ে স্ত্রী পারভীনকে নিয়ে খেলনা ও বাঁশি বিক্রি করি। বাঁশিতে সুর দিলে মুগ্ধ হয়ে লেকে ঘুরতে আসা লোকজন শোনেন, তা আমার খুব ভালো লাগে। লেকপাড়ে ঘুরতে আসা ছোট ছোট ছেলেমেয়ে আমার খেলনা কেনে। খেলনা বিক্রির টাকায় আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যায়। তা ছাড়া পারভীন আমার যত্ন নেয়। আমাকে যথেষ্ট মূল্যায়ন করে, ভালোবাসে, এভাবেই আমরা সারা জীবন থাকতে চাই।’

জীবন নিয়ে কোনো খেদ নেই পারভীন বেগমের। তিনি বলেন, ‘ও অন্ধ জেনেই ওকে ভালোবেসে বিয়ে করেছি। মৃত্যুর আগপর্যন্ত ওর সাথেই থাকতে চাই। আমার পরিবার এই বিয়ে না মানলেও আমি খুব ভালো আছি। ওকে নিয়েই আমি সুখী। এমন একজন মানুষের পাশে থাকতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। খেলনা ও বাঁশি বিক্রির আয় দিয়ে আমাদের জীবন ভালোই চলছে।’

লেকপাড়ে ঘুরতে এসে খেলনা কিনতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার নাতির জন্য খেলনা কিনতে এসেছি। খেলনা কিনলে আমি এখান থেকেই কিনি। আসলে স্বামী-স্ত্রীর এমন কাজ দেখে ভালো লাগে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত