পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিকাশ নম্বরে ভুল করে আসা ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইলিয়াস নামের এক ব্যবসায়ী। গতকাল রোববার উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ইলিয়াস তারাকান্দি বাজারে শরবত বিক্রি করেন। তিনি উপজেলার চরটেকী গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত শনিবার রাতে ইলিয়াসের ব্যবহৃত বিকাশ নম্বরে ৪৬ হাজার ৫০০ টাকা আসে। কিছুক্ষণ পর বিদেশ থেকে একজন তাঁকে কল করে বলেন, তিনি তাঁর মায়ের নম্বরে টাকা পাঠিয়েছেন। কিন্তু ভুলবশত ইলিয়াসের নম্বরে চলে গেছে। রাত গভীর হওয়ায় ইলিয়াস সকালে টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সকালে ওই প্রবাসীর মায়ের সঙ্গে যোগাযোগ করে টাকাগুলো ফেরত দেন। ওই প্রবাসীর মা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
ইলিয়াস বলেন, ‘আমি শরবত বিক্রেতা। টাকাপয়সার প্রতি আমার লোভ নেই। বিকাশে ভুলবশত টাকা আসার পর চিন্তায় পড়ে যাই। কিছু সময় পর যিনি টাকা পাঠিয়েছেন তিনি কল দিলে আমি টাকার মালিক খুঁজে পাই। পরে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে রোববার দুপুরের দিকে টাকাগুলো পাঠিয়ে দিই। উনারা আমার প্রশংসা করেছেন। শরবত বিক্রির ফাঁকে ফাঁকে সামাজিক কাজ করার চেষ্টা করি। মানুষের উপকার করার চেষ্টা করি।’
সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার স্ক্রিনশটসহ বিষয়টি ইলিয়াস তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। ফেসবুক ব্যবহারকারীরা তাঁর অকুণ্ঠ প্রশংসা করে মন্তব্য করেছেন।
মো. শফিকুল ইসলাম শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘কিছুদিন আগে ৫০০ টাকা ভুলে অন্য নম্বরে ফ্লেক্সিলোড হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে জানালে উত্তেজিত হয় এবং সাফ সাফ বলে দে, টাকা দেবে না। আর তুমি ইলিয়াস ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিস! এটি কোনা ছোট বিষয় না, অনেক বড়।’
মাসুম নামের একজন মন্তব্য করেন, ‘চিপা চাপায় এ রকম কয়েকজন সাদা মনের মানুষের কারণে এখনো দুনিয়া টিকে আছে।’
আজিজুল আকন্দ নামের অন্য একজন বলেন, ‘এমন একটা মহৎ কাজের জন্য নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দেবেন।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিকাশ নম্বরে ভুল করে আসা ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইলিয়াস নামের এক ব্যবসায়ী। গতকাল রোববার উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ইলিয়াস তারাকান্দি বাজারে শরবত বিক্রি করেন। তিনি উপজেলার চরটেকী গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত শনিবার রাতে ইলিয়াসের ব্যবহৃত বিকাশ নম্বরে ৪৬ হাজার ৫০০ টাকা আসে। কিছুক্ষণ পর বিদেশ থেকে একজন তাঁকে কল করে বলেন, তিনি তাঁর মায়ের নম্বরে টাকা পাঠিয়েছেন। কিন্তু ভুলবশত ইলিয়াসের নম্বরে চলে গেছে। রাত গভীর হওয়ায় ইলিয়াস সকালে টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সকালে ওই প্রবাসীর মায়ের সঙ্গে যোগাযোগ করে টাকাগুলো ফেরত দেন। ওই প্রবাসীর মা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
ইলিয়াস বলেন, ‘আমি শরবত বিক্রেতা। টাকাপয়সার প্রতি আমার লোভ নেই। বিকাশে ভুলবশত টাকা আসার পর চিন্তায় পড়ে যাই। কিছু সময় পর যিনি টাকা পাঠিয়েছেন তিনি কল দিলে আমি টাকার মালিক খুঁজে পাই। পরে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে রোববার দুপুরের দিকে টাকাগুলো পাঠিয়ে দিই। উনারা আমার প্রশংসা করেছেন। শরবত বিক্রির ফাঁকে ফাঁকে সামাজিক কাজ করার চেষ্টা করি। মানুষের উপকার করার চেষ্টা করি।’
সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার স্ক্রিনশটসহ বিষয়টি ইলিয়াস তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। ফেসবুক ব্যবহারকারীরা তাঁর অকুণ্ঠ প্রশংসা করে মন্তব্য করেছেন।
মো. শফিকুল ইসলাম শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘কিছুদিন আগে ৫০০ টাকা ভুলে অন্য নম্বরে ফ্লেক্সিলোড হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে জানালে উত্তেজিত হয় এবং সাফ সাফ বলে দে, টাকা দেবে না। আর তুমি ইলিয়াস ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিস! এটি কোনা ছোট বিষয় না, অনেক বড়।’
মাসুম নামের একজন মন্তব্য করেন, ‘চিপা চাপায় এ রকম কয়েকজন সাদা মনের মানুষের কারণে এখনো দুনিয়া টিকে আছে।’
আজিজুল আকন্দ নামের অন্য একজন বলেন, ‘এমন একটা মহৎ কাজের জন্য নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দেবেন।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে