Ajker Patrika

নিউইয়র্কের রাস্তায় শামীম ওসমানকে ঘিরে বিএনপি সমর্থকদের শোরগোল, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৮: ৫১
নিউইয়র্কের রাস্তায় শামীম ওসমানকে ঘিরে বিএনপি সমর্থকদের শোরগোল, ভিডিও ভাইরাল

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি সমর্থকদের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপির সমর্থকেরা শামীম ওসমানকে দেখে ‘ভোট চোর’, ‘ভুয়া ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে শামীম ওসমান গাড়ি থেকে নেমে এলে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে বিএনপির সমর্থকদের ধস্তাধস্তি হয়।

গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

বিএনপি সমর্থকদের সঙ্গে শামীম ওসমানে তর্ক-বিতর্ক ঘটনার সময় বেশ কয়েকটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিএনপি সমর্থকেরা স্লোগান দিতে থাকলে শামীম ওসমান গাড়ি থেকে নেমে আসেন। তিনি বলেন, ‘আপনাদের মা-বাবা ভালো শিক্ষা দিয়েছে বলে আমি বিশ্বাস করি।’

এ ঘটনার আরেকটি ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান চা পান করার সময় বিএনপি সমর্থকেরা তাঁর পাশে দাঁড়িয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। এ সময় শামীম ওসমান বলেন, ‘এ রকম করলে আমি এখানে চা খাব না।’

শামীম ওসমানের অনুসারীরা বিএনপির সমর্থকদের বারবার সরে যেতে অনুরোধ করেন। একপর্যায়ে শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের ধস্তাধস্তি হয়।

বিএনপি সমর্থক ও শামীম ওসমানের অনুসারীদের মধ্যে ধস্তাধস্তিসামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র যুবদলের সদস্য দিদার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে জ্যাকসন হাইটসের ৭৩-৭৪ রোডে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। আমরা নোয়াখালী জেলাবাসীরা প্রায়ই সেখানে আড্ডা দিই। রাত ৯টার দিকে সেখানে আমরা শামীম ওসমানকে দূর থেকে দেখতে পাই। এ সময় আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাদল মির্জা, নিউইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি রিয়াজ মাহমুদ, যুবদল নেতা রাইমুল ইসলাম প্রিন্সসহ সবাই স্লোগান দিতে থাকি। এরপর কী হয়েছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখেছেন।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘আমরা দেখেছি কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন আমেরিকা বা ইংল্যান্ড যায় তখন বিরোধী দল বিভিন্ন স্লোগান দেয়। শামীম ওসমানকে বিএনপি–জামায়াতের লোকজন তাদের জন্য আতঙ্ক মনে করেন বলেই এই স্লোগান দিয়েছে। অন্য কোনো মন্ত্রী–এমপি গেলে তো এই রকম ঘটনার কোনো উদাহরণ নেই। তাই বুঝতে হবে ওরা কেন শামীম ওসমান ভাইকে টার্গেট করে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত