নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ পরিচয় নিশ্চিতের সকল ক্ষেত্রে বাবা–মায়ের সঙ্গে আইনগত অভিভাবক যুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী পক্ষের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন।
স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে নেওয়া পদক্ষেপ আগামী চার মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনুন নাহার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, যেমন –ইপাসপোর্টে বাবা–মা এবং অভিভাবকও আছে। আবার সাধারাণ পাসপোর্ট ফরমে বাবা–মা আছে, অভিভাবক নেই। এনআইডিতে বাবা ও মা বাধ্যতামূলক। একেকটা একেক রকম।
তিনি বলেন, সব জায়গায় একই রকম করার জন্য আমরা বলেছিলাম। মানে সব ফরমে যাতে যে কোনো একজনের বিধান রাখা হয়। বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবক–এরকম বিকল্প রাখতে হাইকোর্ট রুল দিয়েছেন এবং চার মাসের মধ্যে প্রতিবেদন বলা হয়েছে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ পরিচয় নিশ্চিতের সকল ক্ষেত্রে বাবা–মায়ের সঙ্গে আইনগত অভিভাবক যুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী পক্ষের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন।
স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে নেওয়া পদক্ষেপ আগামী চার মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনুন নাহার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, যেমন –ইপাসপোর্টে বাবা–মা এবং অভিভাবকও আছে। আবার সাধারাণ পাসপোর্ট ফরমে বাবা–মা আছে, অভিভাবক নেই। এনআইডিতে বাবা ও মা বাধ্যতামূলক। একেকটা একেক রকম।
তিনি বলেন, সব জায়গায় একই রকম করার জন্য আমরা বলেছিলাম। মানে সব ফরমে যাতে যে কোনো একজনের বিধান রাখা হয়। বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবক–এরকম বিকল্প রাখতে হাইকোর্ট রুল দিয়েছেন এবং চার মাসের মধ্যে প্রতিবেদন বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
৭ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
৩০ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৩৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে