নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে