নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে অটোরিকশায় যাওয়া নিয়ে বিতণ্ডার জেরে চালকের প্রতিবেশী সুমন মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা আলম মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে এবং তিনিও পেশায় রাজমিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তাঁর সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তাঁর অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক তাতে রাজি হন। তাতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুকুলকে দেখে নেওয়ার হুমকি দেন হিমেল ও তাঁর সহযোগীরা।
রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তাঁর সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তাঁর ছেলে সুমন মিয়া। এ সময় তাঁদের মুকুলের লোকজন ভেবে কুপিয়ে জখম করে পালিয়ে যান অস্ত্রধারীরা। দুজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং তাঁর বাবা আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মুকুল মিয়া বলেন, ‘অটোরিকশা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হিমেল আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখানে থেকেই ফোনে ছুরি-ছেনি নিয়ে আসতে কাকে যেন বলছিলেন। রাতে তারা আমার বাড়ির সামনে দোকানে এলে আমাকে না পেয়ে ঘটনা জানতে এগিয়ে যাওয়া প্রতিবেশী বাবা-ছেলেকে কুপিয়ে হতাহত করে।’
এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটো ভাড়ার জেরেই এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদীর পলাশে অটোরিকশায় যাওয়া নিয়ে বিতণ্ডার জেরে চালকের প্রতিবেশী সুমন মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা আলম মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে এবং তিনিও পেশায় রাজমিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তাঁর সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তাঁর অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক তাতে রাজি হন। তাতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুকুলকে দেখে নেওয়ার হুমকি দেন হিমেল ও তাঁর সহযোগীরা।
রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তাঁর সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তাঁর ছেলে সুমন মিয়া। এ সময় তাঁদের মুকুলের লোকজন ভেবে কুপিয়ে জখম করে পালিয়ে যান অস্ত্রধারীরা। দুজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং তাঁর বাবা আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মুকুল মিয়া বলেন, ‘অটোরিকশা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হিমেল আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখানে থেকেই ফোনে ছুরি-ছেনি নিয়ে আসতে কাকে যেন বলছিলেন। রাতে তারা আমার বাড়ির সামনে দোকানে এলে আমাকে না পেয়ে ঘটনা জানতে এগিয়ে যাওয়া প্রতিবেশী বাবা-ছেলেকে কুপিয়ে হতাহত করে।’
এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটো ভাড়ার জেরেই এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে