Ajker Patrika

হিমালয়ের ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিমালয়ের ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা

হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের। 

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। 

তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি। 

অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’ 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত