নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।
হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে