Ajker Patrika

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে নিহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৬: ০৪
গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে নিহত ১ 

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেট কারের তিনজন যাত্রী। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিকরুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেট কার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ভ্যানচালক জিকরুল ও প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। 

এসআই হাসানুজ্জামান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে জিকরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কার জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত