ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় ঢাকায় আটক মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে পেয়েছি। আর দ্বিতীয়টি—যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, তার গোড়াও এই...
১৫ মিনিট আগেচাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
২১ মিনিট আগেআজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
৪২ মিনিট আগে