আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফিনিক্স ভবনে সেফটি প্ল্যান ছিল না। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।
আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল। প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। তা ছাড়া পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।
এদিকে ফিনিক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয় গ্যাসের চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এ ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফিনিক্স ভবনে সেফটি প্ল্যান ছিল না। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।
আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল। প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। তা ছাড়া পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।
এদিকে ফিনিক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয় গ্যাসের চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এ ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
৩৩ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৮ ঘণ্টা আগে