Ajker Patrika

মেজর (অব.) মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও এক মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৫
মেজর (অব.) মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও এক মামলা 

তিন কোটি টাকা ঋণ মঞ্জুর এবং সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল মাজেদ সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল মান্নানের পরিবারের আসামিরা হলেন—তাঁর স্ত্রী ও বিআইএফসির সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, দুই মেয়ে তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান। তানজিলা ও তাজরিন উভয়ই বিআইএফসির সাবেক পরিচালক।

এ ছাড়া এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—রবিনসন ফেব্রিকেশনের মালিক মো. আমিনুর রহমান খান, রুনা প্রপার্টিজের মালিক নাহিদা আক্তার, বিআইএফসি পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন আহমেদ, আরশাদ উল্লাহ, বিআইএফসির এমডি ইনামুর রহমান, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রিন্সিপাল অফিসার কাজী আহসান মারুফ, সাবেক এভিপি মো. আওলাদ হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মেজর (অব.) এম এ মান্নানসহ ১৩ জন অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি পরস্পরের যোগসাজশে ইতিমধ্যে বিক্রীত প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের নামে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তাঁরা ক্ষমতার অপব্যবহার করে তিন কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের ব্যাংক হিসাবে না দিয়ে মেজর (অব.) মান্নান ও উম্মে কুলসুমের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআইএফসির সহযোগী প্রতিষ্ঠান রুনা প্রপার্টিজ ও রবিনসন ফেব্রিকেশনের হিসাবে স্থানান্তর করেছেন। তারপর এ টাকা সানম্যান গ্রুপের নামে নিয়ে স্তরবিন্যাস ঘটিয়ে ফের ওই টাকা বিএফআইসির হিসাবে জমা দেখিয়ে রূপান্তর ঘটানোর মাধ্যমে মোট তিন কোটি টাকা মানি লন্ডারিং এবং ৩৭ লাখ ৫৯ হাজার ৫৮৫ টাকা আত্মসাৎ করেছেন।

এর আগে বিআইএফসি থেকে প্রতারণার আশ্রয় নিয়ে ঋণ মঞ্জুর ও বিতরণের অভিযোগে মেজর মান্নানের বিরুদ্ধে ১২টি মামলা করেছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত