Ajker Patrika

দুর্নীতির অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৩, ১০: ৫৯
দুর্নীতির অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীর 

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকাল ১০টার পর তিনি সংস্থাটির প্রধান কার্যালয়ে আসেন।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকে সহকারী পরিচালক আশিকুর রহমান। তিনি জানান, সকাল ১০টার আগেই জাহাঙ্গীরের একজন আইনজীবী দুদক কার্যালয়ে আসেন। পরে সাবেক এই মেয়র হাজির হন।

ভুয়া ব্যাংক হিসাবে টাকার অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে জাহাঙ্গীর আলমকে গত ১৬ মে নোটিশ দেয় দুদক।

আলাদা নোটিশে তাকে ২১ ও ২২ মে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আলী আকবর।

আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমের বিষয়ে অনুসন্ধান করছে।

এর আগে গত ১৮ মে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে ২১ মে দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে আসেন তিনি।

পরে দুদকে চলতি মাসের ৬ ও ৭ তারিখে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত