Ajker Patrika

মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু

নরসিংদী প্রতিনিধি
মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু

নরসিংদীতে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে শিশুটি তলিয়ে যায়।

নিখোঁজ শিশুর নাম—মো. তাওহীদ মিয়া (৯)। তাওহীদ আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় মা রেখা বেগমের সঙ্গে শিশুটি ওই নদীর ঘাটে গোসল করতে নেমেছিল।

স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেখা বেগম ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল। গোসল শেষে ওঠার সময় রেখা বেগম আশপাশে তাওহীদকে দেখতে পাননি। এ সময় চিৎকার শুরু করেন রেখা বেগম। চিৎকারে ঘাটটিতে গোসলরত স্থানীয় আরও লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনাস্থলের আশপাশে নদীতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুকে খুঁজে পাননি। পরে একটি নৌকায় করে নদীতে জাল ফেলে তাওহীদকে খোঁজ করা হয়। এরপরও খোঁজ না পেয়ে করিমপুর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর জানানো হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিতের নেতৃত্বে একদল পুলিশ নদীর ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করেও শিশুটির খোঁজ করতে পারেনি।

শিশুটির মা রেখা বেগম বলেন, ‘তাওহীদ ভালোই সাঁতার জানত। এই মেঘনা নদীতে সমবয়সীদের সঙ্গে সে অনেকবার সাঁতার কেটেছে। আজ এই নদীর ঘাটে গোসল করতে নামার পর সে তলিয়ে গেছে, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’

করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত বলেন, ‘৯ বছর বয়সী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরাও আমাদের সঙ্গে কাজ করছেন। সময় যত পেরিয়ে যাচ্ছে, তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছর এই সময়ে এই ঘাট সংলগ্ন নদীতে ডুবে কারও না কারও মৃত্যু হয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত