Ajker Patrika

বিদ্যুৎ অফিসের পুকুরে ভেসে উঠল ১০টি মৃত গুইসাপ

মাদারীপুর প্রতিনিধি
বিদ্যুৎ অফিসের পুকুরে ভেসে উঠল ১০টি মৃত গুইসাপ

মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে ১০টি গুইসাপ মরে ভেসে উঠেছে। কয়েক দিন ধরে ভেসে ওঠা গুইসাপগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। 

আজ বৃহস্পতিবার বিকেলে গুইসাপগুলোকে মাটিচাপা দেওয়া হয়। তবে এতগুলো গুইসাপ একসঙ্গে কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর পুকুরে অনেক বছর ধরে বড় সাইজের প্রায় ১৫টি গুইসাপ বাস করে আসছে। হঠাৎ গত কয়েক দিন আগে গুইসাপগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে মধ্যে প্রায় ১০টি সাপ মরে ভেসে উঠতে দেখা যায়।

এদিকে সাপগুলোর মরে পচে যাওয়ার দুর্গন্ধে আশপাশের মানুষের কষ্ট হচ্ছিল। অন্যদিকে পরিবেশও দূষণ হচ্ছিল। পরে স্থানীয়দের চাপের মুখে আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতায় ওজোপাডিকো সাপগুলোকে মাটি চাপা দেয়। 

নাম না প্রকাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সম্প্রতি পুকুরটিতে ওজোপাডিকো-এর কর্মকর্তা-কর্মচারীরা মাছ চাষ শুরু করেছেন। এতে কিছু মাছ গুইসাপগুলো খেয়ে ফেলেছে। তাই ধারণা করা হচ্ছে, পরিবেশবান্ধব এই সাপগুলোকে তারাই বিষ দিয়ে মেরে ফেলেছে। 

এ ঘটনার বিচারের দাবিতে এলাকাবাসী মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তাই তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তাঁরা। 

ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এটা বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটি পুকুরের সঙ্গে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুইসাপগুলো মারা গেছে। এখানে কেউ বিষ দিয়ে সাপগুলো মারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত