Ajker Patrika

শেখ হাসিনার অধীনে যথাসময়ে আমরা নির্বাচন করতে সক্ষম হব: চিফ হুইপ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯: ০৭
শেখ হাসিনার অধীনে যথাসময়ে আমরা নির্বাচন করতে সক্ষম হব: চিফ হুইপ 

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘সংবিধানের আলোকে সঠিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন করতে সক্ষম হব।’

আজ বুধবার মাদারীপুরের শিবচরে মির্জাকান্দি কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘তারেক জিয়া ধরাছোঁয়ার বাইরে একজন হুকুমের আসামি। বাসে আগুন দিয়ে মানুষ মারছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, সাংবাদিকদের ওপরও হামলা করা হলো। তাদের কাছে কেউ নিরাপদ নয়।’

চিফ হুইপ বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, যদি উন্নয়নের ধারাবাহিকতা চান, দেশের শান্তি চান, যদি আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ চান, তাহলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। ইনশা আল্লাহ জয় আমাদের হবেই।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সন্তান খুনি তারেক জিয়া বিদেশে বসে সারাক্ষণ ষড়যন্ত্র করছে। এ দেশের মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যে ছেলে (তারেক জিয়া) মৃত্যু শয্যায় থাকা মাকে দেখতে আসে না। সেই ছেলে দেশের মানুষ বিপদে পড়লে, সে দেশে আসবে—এটা কেউ বিশ্বাস করে না।’

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত