Ajker Patrika

সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
সুমন আহম্মেদ রঞ্জন। ফাইল ছবি
সুমন আহম্মেদ রঞ্জন। ফাইল ছবি

কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুরকার ও সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ রঞ্জন। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৭ মার্চ মারা যান। জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোকজ সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন সুমন রঞ্জন। এ ছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ছিলেন।

সুমন আহম্মেদ রঞ্জন ১৯৮৫ সালে বাংলাদেশ বেতারে সংগীত পরিবেশন শুরু করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর লেখা ও সুর করা অনেক গান বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে।

সুমন আহম্মেদ রঞ্জন আজকের পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনের বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত