নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।
‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।
নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।
‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৭ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে