ঢাবি সংবাদদাতা
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
৩ ঘণ্টা আগেগাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন।
৩ ঘণ্টা আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে