ঢাবি সংবাদদাতা
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে