Ajker Patrika

ট্রেনের ছাদ থেকে পড়ে মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২২: ২২
ট্রেনের ছাদ থেকে পড়ে মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিয়ে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা ২০ মিনিটের দিকে পুবাইলের মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই মুসল্লির নাম হাবিবুল্লাহ লাবু (৪০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। 

খোঁজ নিয়ে জানা গেছে, মোনাজাত শেষে আজ দুপুরে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চেপে হাবিবুল্লাহ রওনা হন নিজ গন্তব্যে। এ সময় পুবাইলের মাঝুখান এলাকায় পৌঁছালে হাবিবুল্লাহ ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুবাইল থানা-পুলিশের টহল দলের সদস্যরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘মাঝুখান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির আওতাধীন নয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশে খবর পাঠানো হয়েছে।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত