ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এই আদেশ দেন।
এর আগে আওয়ামী লীগ নেতা–কর্মীরা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগ নেতা–কর্মীরা হলেন নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। তাঁদের সবার বাড়ি সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার মামলায় দ্রুত বিচার আইনের মামলায় ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রশাসনের অনুমতি নিয়ে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালান স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর।
ফরিদপুরের সালথায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এই আদেশ দেন।
এর আগে আওয়ামী লীগ নেতা–কর্মীরা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগ নেতা–কর্মীরা হলেন নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। তাঁদের সবার বাড়ি সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার মামলায় দ্রুত বিচার আইনের মামলায় ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রশাসনের অনুমতি নিয়ে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালান স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৯ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে