নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তাঁর বাসায় অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছেন। জীবন নিয়ে তিনি শঙ্কিত। বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতি জানান পরীমণি।
আজ বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন। জানা যায়, এর আধা ঘণ্টা আগে সাড়ে ৩টা নাগাদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘেরাও করে। বিষয়টি বুঝতে পেরে লাইভে আসেন পরীমণি।
পরীমণি লাইভে অভিযোগ করেন, তাঁর বাসায় বেশ কয়েকজন লোক ফ্ল্যাটের দরজা ধাক্কাধাক্কি করছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, ওই ব্যক্তিরা বাসার গেট ভেঙে ওপরে এসে বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তাঁরা পুলিশের লোক বলে দাবি করছেন। যদিও তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারেননি যে, তারা পুলিশ।
এমন অবস্থায় পরীমণি বনানী থানায় যোগাযোগ করেছেন বলে লাইভে জানান। তিনি বলেন, বনানী থানা থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো এসে পৌঁছায়নি। পরীর ভাষ্য, আমি হারুন ভাইকে (মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশীদ) ফোন করেছি। তিনি বলেছেন, তার থানা থেকে কেউ যায়নি। তাহলে আমার বাসার সামনে কারা এসেছে? পরিচয় নিশ্চিত না হয়ে আমি দরজা খুলব না।
পরীমণি এ সময় বলেন, আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই? একটু আসবেন দেখবেন? এরা কারা ভাঙচুর করছে? এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপনারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি।
লাইভে দেখা যায়, পরীমণি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি তারা পরীমণিকে লাইভ বন্ধ করার জন্য বলেন। বিকেল সাড়ে চারটা নাগাদ তিনি লাইভ বন্ধ করেন।
৩১ মিনিট লাইভে ছিলেন পরীমণি। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যেই লাইভটি দেখা হয় ৪০ লাখ ৭০ হাজার বার। শেয়ার করেন ৩১ হাজার জন। আর মন্তব্য পড়ে ২ লাখ ৬৭ হাজার।
আরও পড়ুন
চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তাঁর বাসায় অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছেন। জীবন নিয়ে তিনি শঙ্কিত। বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতি জানান পরীমণি।
আজ বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন। জানা যায়, এর আধা ঘণ্টা আগে সাড়ে ৩টা নাগাদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘেরাও করে। বিষয়টি বুঝতে পেরে লাইভে আসেন পরীমণি।
পরীমণি লাইভে অভিযোগ করেন, তাঁর বাসায় বেশ কয়েকজন লোক ফ্ল্যাটের দরজা ধাক্কাধাক্কি করছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, ওই ব্যক্তিরা বাসার গেট ভেঙে ওপরে এসে বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তাঁরা পুলিশের লোক বলে দাবি করছেন। যদিও তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারেননি যে, তারা পুলিশ।
এমন অবস্থায় পরীমণি বনানী থানায় যোগাযোগ করেছেন বলে লাইভে জানান। তিনি বলেন, বনানী থানা থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো এসে পৌঁছায়নি। পরীর ভাষ্য, আমি হারুন ভাইকে (মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশীদ) ফোন করেছি। তিনি বলেছেন, তার থানা থেকে কেউ যায়নি। তাহলে আমার বাসার সামনে কারা এসেছে? পরিচয় নিশ্চিত না হয়ে আমি দরজা খুলব না।
পরীমণি এ সময় বলেন, আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই? একটু আসবেন দেখবেন? এরা কারা ভাঙচুর করছে? এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপনারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি।
লাইভে দেখা যায়, পরীমণি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি তারা পরীমণিকে লাইভ বন্ধ করার জন্য বলেন। বিকেল সাড়ে চারটা নাগাদ তিনি লাইভ বন্ধ করেন।
৩১ মিনিট লাইভে ছিলেন পরীমণি। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যেই লাইভটি দেখা হয় ৪০ লাখ ৭০ হাজার বার। শেয়ার করেন ৩১ হাজার জন। আর মন্তব্য পড়ে ২ লাখ ৬৭ হাজার।
আরও পড়ুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
১ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৭ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৭ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে