Ajker Patrika

রাজনৈতিক কারণে গাজীপুরের নাটক মঞ্চায়ন বাতিল হয়, দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০০: ৩৩
রাজনৈতিক কারণে গাজীপুরের নাটক মঞ্চায়ন বাতিল হয়, দাবি পুলিশের

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল সকালে কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ উপলক্ষে ‘আপন দুলাল’ নাটকের মহড়া চলছিল। এটি স্থানীয় যুবদল নেতা শামসুল হকের নেতৃত্বে আয়োজন করা হয়। নাটক আয়োজনে বিএনপির স্থানীয় সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমানের অনুরোধে শামসুল হক নাটকটি মঞ্চায়ন থেকে বিরত থাকেন।

পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। বরং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়।

পুলিশের পোস্টে আরও বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যম রানীগঞ্জ বাজার মসজিদের ইমামের বক্তব্য উল্লেখ করে যে খবর প্রকাশ করেছে, তা বিভ্রান্তিকর। ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইমাম আজিজুল হক বলেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় খন্দকার শাহাদাত হোসেন নামের এক নাট্যকর্মী গণমাধ্যমকে জানান, বুধবার রাতে তাঁরা নাটক নিয়ে আলোচনা করছিলেন। তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও কয়েকজন মুসল্লি এসে নাটক বন্ধ রাখার অনুরোধ করেন। পরদিন সকাল ৯টার মধ্যে নাটকের মঞ্চ ও প্যান্ডেল খুলে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত